ওঁ শব্দের অর্থ কী? - JEWEL AICH ARKO

Thursday, February 9, 2023

ওঁ শব্দের অর্থ কী?

 

বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দের দ্বারা ত্রিগুণাতীত নির্গুণত্মক ব্রহ্ম কে নির্দেশ করা হয়। পুরাণের সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দটিকে বিভাজিত করলে অ উ ম পাওয়া যায়। যার তাৎপর্য অ তথা বিষ্ণু, উ তথা শিব এবং ম তথা ব্রহ্মা। তাই একাক্ষর ওম শব্দের দ্বারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ সম্মিলিত পরব্রহ্ম স্বরূপে সূচিত হন। তান্ত্রিক সিদ্ধান্ত অনুযায়ী ওম শব্দের দ্বারা সনাতন সচ্চিদানন্দ ব্রহ্ম সূচিত হন। এটাই কারণ সে বৈদিক হোক বা তান্ত্রিক, প্রত্যেক মন্ত্রে ওম বীজ হামেশা বর্তমান থাকে।

ওঁ উচ্চারণ হচ্ছে অ-উ-ম।


 

ওঁ শব্দের অর্থ হলো, ব্রহ্মা, বিষ্ণু,শিব।

পঞ্চতত্ত্ব কথাটির অর্থ কী?

পঞ্চতত্ত্ব কথাটির অর্থঃ পঞ্চ অর্থ পাঁচ।অর্থাৎ  পাঁচ জন।  তত্ত্ব অর্থ সত্যতা। সুতরাং পরম সত্যের পাঁচটি বিষয়।

পঞ্চ তত্ত্বের নাম গুলো কী কী?
চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য,গদাধর পন্ডিত, শ্রীবাস ঠাকুর।

শ্রীমদ্ভগবদগীতা কার মুখনিঃসৃত বানী?
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বানী।

শ্রীমদ্ভগবদগীতা কে রচনা করেন?
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।

১৬ নাম ৩২ অক্ষর কে কি মন্ত্র  বলা হয়?
 
মহামন্ত্র বলা হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে রাম।

এই মহামন্ত্রটি আমরা কোন গ্রন্থ থেকে পেয়েছি?
কলিসন্তরন উপনিষদ থেকে।

পঞ্চতত্ত্ব  মন্ত্র কে কি মন্ত্র বলা হয়?
পঞ্চ তত্ত্বের মন্ত্রকে করুণাময় মন্ত্র বলা হয়।

শ্রীমদ্ভগবদগীতার  শ্লোক সংখ্যা কয়টি?

শ্রীমদ্ভগবদগীতার শ্লোক সংখ্যা সাতশটি।

শ্রীমদ্ভগবদগীতা কোন গ্রন্থের অন্তর্গত?

শ্রীমদ্ভগবদগীতা মহাভারতের ভীষ্ম পর্বের ২৫ থেকে ৪২ তম অধ্যায়ের অন্তর্গত।

সনাতন কথাটির অর্থ কী?

সনাতন কথাটির অর্থ হলো চিরন্তন, চিরস্থায়ী, নিত্য। যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে।

যুগ কয়টি ও কি কি?
চারটি। যথাঃ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগ।

পঞ্চতত্ত্ব পূর্বে কে ছিলেন?

চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং ভগবান, নিত্যানন্দ ছিলেন বলরামের অবতার, অদ্বৈত আচার্য ছিলেন বিষ্ণু ও শিবের যৌথ অবতার, গদাধর ছিলেন রাধা ঠাকুরানীর এবং অনন্য সখীগন, শ্রীবাস ছিলেন নারদ মনি

No comments: